‘বঙ্গবন্ধু-জেলহত্যা মামলার পলাতক আসামিদের রায় কার্যকর করা হবে’
বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার(২ নভেম্বর) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রীতি সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার আসামিরা একই। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আগে হয়ে যাওয়াতে সেই পাঁচজন খুনিকে দণ্ডাদেশ কার্যকর করেছি। তার মধ্য দিয়ে জেলহত্যা মামলার আসামিরও দণ্ডাদেশ কার্যকর হলো।’
তিনি বলেন, ‘এখনও যাদেরকে পাওয়া যায় নাই, তাদেরকে আমরা শুধু খুঁজছি না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, তাদের দেশে এনে এই রায় আমরা কার্যকর করবই করব।’